January 18, 2025, 11:10 pm
সর্বশেষ:

বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নেত্রকোনার আটপাড়ায় বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন খাইরুল ইসলাম নামে এক খামারি।

শনিবার (১৪ নভেম্বর) ভোরে আটপাড়া উপজেলার টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগকারী খায়রুলের বরাত দিয়ে ওসি আলী হোসেন জানান, খায়রুলের ৮ পুকুরে রুই, কাতলা, মহাশুল, পাবদা, শিং, মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। এর মধ্যে ৩টি পুকুরে আজ ভোর রাতের কোনো এক সময় কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তার। এর সঠিক বিচারের দাবি জানান তিনি।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা