January 18, 2025, 11:06 pm
সর্বশেষ:

যশোরে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যশোরের বাঘারপাড়া উপজেলায় পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-যশোর হাইওয়ের খাজুরা বাজারের নিকটবর্তী ভাটার আমতলায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন।

এ ঘটনায় নিহত মোহাম্মদ ইব্রাহিমের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতরা হলেন— সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কেয়াঘাটা গ্রামের মধু মণ্ডলের ছেলে মাসুম মণ্ডল (২৫), মোস্তফা মোড়লের ছেলে বাবু মোড়ল (৩০), শাওন (২৫), কামরুল ইসলাম (২৭)।

আহত শাওনের বরাত দিয়ে ওসি সৈয়দ আল মামুন জানান, তারা কয়েকজন সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলায় বিপরীতমুখী এক বাসের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক, আহত হন ৫ জন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ফায়ার সার্ভিসের লিডার আবু আহসান জানান, সকাল ৮টার দিকে তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। এসময় তারা ৫ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ‌্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা