September 17, 2025, 7:31 pm
সর্বশেষ:
মুহূর্তের কবিতা : শাহীন রেজা কুয়েতে প্রবাসী ইলিয়াস মিয়ার মর্মান্তিক মৃত্যু: রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা কোথায়? হোমনায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার তিনটি দপ্তরে দুদকের অভিযান মেঘনায় মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুরাদনগরে ১৯৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ ৪ ব্যক্তি গ্রেপ্তার ক্রীড়া, স্বাস্থ্য ও কৃষি গবেষণায় অনিয়ম: তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান অবশেষে দুদক চিনেছে মেঘনা উপজেলা: জনমনে স্বস্তি, অভিযান অব্যাহত রাখার আহ্বান মেঘনা সাবরেজিস্ট্রি অফিসে দুদকের ছদ্মবেশী অভিযান:অনিয়মের সত্যতা মিলেছে

কুষ্টিয়াতে কাউন্সিলর পদে ‘টি বয় ফালতু’র চমক

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মো. সোবারেক হোসেন ফালতু। বাড়ি কুষ্টিয়াতে। প্রকৃত নাম সোবারেক হোসেন হলেও সবাই তাকে ‘টি বয় ফালতু’ নামে ডাকেন। অন‌্যের দোকানে পানি টানা, দোকান পরিষ্কারের কাজ করেন তিনি। তবে কুষ্টিয়া পৌর নির্বাচনে কাউন্সির পদে প্রার্থী হয়ে চমকে দিয়েছেন এলাকাবাসীকে।

ডিসেম্বরে অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। ইতিমধ‌্যে নির্বাচন উপলক্ষে প্রার্থীরা মাঠে নেমেছেন। মাঠে নেমেছেন সোবারেক হোসেনও। তবে তার সঙ্গে অন‌্য সব প্রার্থীর মতো সমর্থকদের ভিড় নেই। তিনি একা একা যাচ্ছেন ভোটারদের কাছে। চাচ্ছেন ভোট।

সোবারেক হোসেনের বাড়ি কুষ্টিয়ার কালিসংকরপুরে। সোবারেক হোসেন নিজেই শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণার ব্যানার-পোস্টার লাগিয়েছেন। এ নিয়ে ফেসবুকে চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে অনেকেই বলছেন, যারা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে জনগণের সেবা না করে নিজেদের স্বার্থ দেখে তাদের চেয়ে ফালতু ভালো। তাই কাউন্সিলর হিসেবে আমাদের প্রতিনিধি করে পৌরসভায় পাঠাতে চাই তাকে।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডবাসীরা বলছেন, ভোটের সময় হলেই আমাদের দ্বারে দ্বারে ছুটে আসেন নতুন নতুন নেতারা। অথচ সারা বছর তাদের খোঁজ থাকে না। অনেক তো দেখলাম। কেউ কথা দিয়ে কথা রাখেনি। তাই এবার নকলের ভিড়ে আসলজনকে আমরা বেছে নেবো। ফালতু মাঠের মানুষ। তাকেই আমরা চাই।

এ বিষয়ে সোবারেক হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘মানুষের দোকানে পানি টানা, দোকান ঝাড়ু দেওয়া আমার কাজ। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি এখনও মানুষের সেবা করছি। নির্বাচনে জিতলেও সেবা করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল আলম টুকু বলেন, ‘নির্বাচনে প্রার্থী হওয়াটা একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কে বড় কে ছোট এটি মূখ্য নয়।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা