১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ৩ দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টায় এসব তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আরিফুল ইসলাম।
স্টেশন ইনচার্জ জানান, রাত পৌনে ১১টায় উপজেলার সুতাং-বাছিরগঞ্জ বাজারের লুৎফুর আলীর আয়রনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রুস্তম আলীর লেপের দোকান ও জিয়াউর রহমানের আইসক্রিমের ফ্যাক্টরিতে।
আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।