১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ রইছ উদ্দিন আর ইন্সপেক্টর (অপারেশন) হিসেবে যোগদান করেছেন মোঃ মুক্তার হোসেন। সোমবার সন্ধ্যায় তারা আনুষ্ঠানিকভাবে গজারিয়া থানায় যোগদান করেন। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) মামুন আল রশিদসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
গজারিয়া থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের বদলী জনিত কারণে গত প্রায় দুই মাস ধরে অফিসার ইনচার্জ পদটি ফাঁকা ছিল। অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইন্সপেক্টর (তদন্ত) মামুন আল রশিদ এসময় অফিসার ইনচার্জ এর দায়িত্ব পালন করেছিলেন। ওসি রইছ উদ্দিন তার স্থলাভিষিক্ত হলেন। অন্যদিকে গজারিয়া থানার সদ্য সাবেক ইন্সপেক্টর অপারেশন উত্তম কুমার রায়ের স্থলাভিষিক্ত হলেন মোঃ মুক্তার হোসেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।