১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনার সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক নেত্রকোনায় মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের পক্ষ থেকে শহরের মেছুয়া বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ আরো অনেকে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
পুলিশ সদস্যরা সড়কে চলাচলরত মাস্কবিহীন সাধারণ মানুষ ও মেছুয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে মাস্ক পড়িয়ে দেন। এ সময় তারা করোনা রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।