• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

বাঞ্ছারামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন আ.লীগ প্রার্থী

নিজস্ব সংবাদ দাতা / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

রোববার (১৫ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এদিকে নির্বাচনে বিএনপির দলীয় কোন প্রার্থী দেয়নি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমাদানের শেষ দিনেও তিনি তা জমা দেননি।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম শিবলী বলেন, আমি মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম এবং দলীয় সমর্থন পেতে একাধিকবার উপজেলা বিএনপির সভাপতি এমএ খালেক সাহেবের সাথে যোগাযোগ করেছি কিন্তু তিনি আমাকে দলীয় মনোনয়ন দেননি, কাউকে তিনি প্রার্থী হিসেবে দাঁড়ও করাননি। শুধুমাত্র খালেক সাহেব সংস্কারপন্থী বিএনপির হওয়ার কারণে তখন তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমাকে দল থেকে মনোনয়ন দিলে অবশ্যই পাশ করতাম।

উপজেলা বিএনপি’র সভাপতি এমএ খালেক বলেন, আমরা দল থেকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুককে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিলাম কিন্তু আমাদের দলের কিছু লোকের ভয়ভীতি দেখানোর কারণে তিনি প্রার্থী হননি। শামীম শিবলী আমার সাথে কোন যোগাযোগ করেননি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২জন মনোনয়নপত্র জমা দেন।

আগামী ১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ২৩ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন, ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ ও আগামী ১০ ডিসেম্বর বাঞ্ছারামপুর পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন