January 19, 2025, 8:07 am
সর্বশেষ:

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ২

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই জনকে আটক করেছে পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ‌্য নিশ্চিত করেন।

এর আগে রাজশাহী মহানগরীর আলিফ লাম-মিম ভাটার মোড় থেকে রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে তাদের গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- আরাফাত ইসলাম রুষ্ট ও মোয়াজ্জেম হোসেন রাজু। তাদের কাছ থেকে নকল আইডি কার্ড, খেলনা পিস্তল, চাকু, ওয়াকিটকি ও রশি পাওয়া গেছে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রাত ১২টার দিকে আলিফ লাম-মিম ভাটার কাছে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় দুই জনকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তারা স্বীকার করে দুজনের কেউ সেনাবাহিনীর সদস্য নন। পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো।

ওসি আরও জানান, তারা সেনাবাহিনীর বিভিন্ন কর্মসূচির ছবি এডিট করে সেখানে নিজেদের ছবি বসিয়ে প্রতারণা করে আসছিল। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা