রাণীশংকৈলে ৭৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বড় বাঁশ বাড়ি গ্রাম থেকে গতকাল ১৫ নভেম্বর রোজ রবিবার ৭৮ বোতল ফেন্সিডিলসহ বকুল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। বকুল ঐ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

রাণীশংকৈল থানা সূত্রেমতে ঘটনার দিন রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খাজিমউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বকুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় বকুলের স্বীকারোক্তিমতে পুলিশ তার বাড়ির খড়ের গাদা থেকে ৭৮ বতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালসহ বকুলকে পুলিশ থানায় নিয়ে আসে। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীকে আগামীকাল ১৬ নভেম্বর জেলা জেল হাজতে পাঠানো হবে।