July 29, 2025, 8:26 pm
সর্বশেষ:
গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো

ফেনীতে ৪৩ শিবিরকর্মী আটক

১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফেনীর শহরতলীর রাণীরহাটের কমিউনিটি সেন্টার থেকে ৪৩ জন শিবিরকর্মীকে আটক করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ‘হক কমিউনিটি সেন্টারে’ আয়োজিত সভা হতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সহায়তা তাদের আটক করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী বুলবুল আহমেদ সোহাগ বলেন, ‘সকাল ৯টার দিকে খবর পাই কমিউনিটি সেন্টারে শিবিরকর্মীরা অনুষ্ঠান করছে। পরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কমিউনিটি সেন্টারে যাই। সেখানে গিয়ে দেখতে পাই- দুইশত মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার ব্যানারে ‘নবীনবরণ’ অনুষ্ঠানে যোগ দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শিবিরকর্মীরা আমাদের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।’

তিনি বলেন, ‘ঘটনা সহিংসার দিকে মোড় নিলে ওসি মো. আলমগীর হোসেনকে জানালে তিনি পুলিশ পাঠান। পরে পুলিশ এসে তাদের মধ্য থেকে ৪৩ জনকে আটক করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ সময় উপস্থিত শিবিরের অধিকাংশকর্মী পালিয়ে যায়। সেখান থেকে শিবিরের বিভিন্ন প্রচার ও প্রচারণাপত্র জব্দ করা হয় বলে জানান এই ইউপি চেয়ারম্যান। সভা থেকে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্রচারণা ও তরুণদের উদ্বুদ্ধ’ করছিল বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এই নেতা।

ওসি মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪৩ জনকে আটক করে দুইভাগে থানায় নিয়ে আসে। এর মধ্যে আহতাবস্থায় তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা