১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মা-বাবার কোল থেকে সোহানা আক্তার নামে ১৭ দিনের এক শিশু চুরি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে মোরেলগঞ্জের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। গাবতলা গ্রামের সুজন ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা।
শান্তা আক্তার বলেন, ‘রাতে খেয়ে ঘরের আলো বন্ধ করে আমার ঘুমিয়ে পড়ছিলাম। সোহানা দুজনের মাঝখানে ছিল। রাতে কয়েকবার তাকে খাইয়েছি। রাত ২টার দিকে উঠে দেখি আমার মেয়ে নেই।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘শিশু সোহানাকে উদ্ধার করতে ভোর ৪টা থেকে আমরা অভিযান শুরু করেছি। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’
ওসি আরও বলেন, ‘শান্তা আক্তারকে বিয়ে করার আগে সুজন আরও একটা বিয়ে করেছিলেন। এই সন্তান চুরি পারিবারিক কোনো ষড়যন্ত্র কি না আমরা তাও খতিয়ে দেখছি।’
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।