১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে একটি পাটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রংপুর ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা সামছুজোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিউটি কর্মকর্তা জানান, মিঠাপুকুরের দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিকের শঠিবাড়িতে ঢাকা- রংপুর মহাসড়কের পাশে একটি পাটের গোডাউন ও অটো রাইস মিল রয়েছে। সকাল ১০টার দিকে গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
গোডাউনের মালিক রবিউল ইসলাম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট অথবা গোডাউনের পাশে একটি ওয়েলডিং কারখানা রয়েছে, সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। এতে আমার আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকার পাট ও ধান-চালের ক্ষতি হয়েছে।
ডিউটি কর্মকর্তা আরও জানান, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।