১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি লিখে দিলেন বানারীপাড়ার উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা সুখরঞ্জন ঘরামী।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজার সংলগ্ন মহাসড়কের পাশে নিজস্ব জমি থেকে ৫শতক জমি লিখে দেন তিনি।
সুখরঞ্জন ঘরামী পেশায় একজন আইনজীবী সহকারী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবেসে তার নামে লিখে দেওয়া জমির দলিল জীবনে একটি বারের মতো হলেও প্রধানমন্ত্রীর দেখা করে তার হাতে তুলে দেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সুখরঞ্জন ঘরামী।
বর্তমানে প্রধানমন্ত্রীর নামে লিখে দেয়া দলিলটি বানারীপাড়ার চাখার সাব-রেজিস্ট্রি অফিসে জমা আছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে রাইজিংবিডিকে সুখরঞ্জন ঘরামী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই আজ আমরা এই বাংলাদেশ পেয়েছি। তরাই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু’র কন্যা ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত হচ্ছে। তাই তার কৃতজ্ঞতা ও ভালোবাসা নিদর্শনস্বরুপ আমি আমার ৫ শতক জমি তাকে উপহার দিলাম।’
উল্লেখ্য, সুখরঞ্জন ঘরামীর তিন ছেলে। আর তার বড় ছেলেরও পাঁচ সন্তান। তিনি বরিশাল আদালতে আইনজীবী সহকারীর কাজ করে ১২ সদস্যের পরিবারের ভরণ-পোষণ ও দুই ছেলের বউ এবং তিন নাতি-নাতনীর লেখাপড়ার খরচ যুগিয়ে আসছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।