১৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
ভবেরচর ইউনিয়নের কাউনিয়াকান্দিতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজারও মানুষ। যে কোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজটির মাঝখানে গর্ত থাকায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এছাড়াও ব্রিজের দুই পাশের রেলিংগুলো নড়বড়ে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। এ ব্রিজ দিয়ে ভবেরচর ইউনিয়নের কাউনিয়াকান্দি গ্রাম, লক্ষীপুর,হোগলাকান্দি,কালিপুরা,চৌদ্দ কাহনিয়া,জস্টিতলা,করিমখা গ্রামের প্রায় হাজারও মানুষ যাতায়াত করেন। পুরোনো ব্রিজ হওয়ায় অনেক দিন থেকেই ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এর মধ্যে নতুন করে ব্রিজের মাঝখানে বড় আকারের একটি গর্ত সৃষ্টি হয়েছে।
এতে ব্রিজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে কোনো সময় ব্রিজটি খালের মধ্যে ধসে পড়তে পারে। কাউনিয়াকান্দি গ্রামের সোহেল রানা বলেন, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এর মাঝখানে বড় আকারের গর্ত হয়েছে। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ ও যানবাহন চলাচল করছে। মটর সাইকেল চালক আরিফুল বলেন, ব্রিজটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে গাড়ি উঠলেই বুকটা থরপর করে কেঁপে ওঠে। এতে আমাদের মধ্যে ও ভীতির সৃষ্টি হয়। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কারের আশ্বস্ত/নতুন ব্রিজ করার জন্য জনপ্রতিনিধি ও উপজেলা প্রকৌশলীসহ ইউএএর দৃষ্টি আকর্ষন করছি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।