১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের জালকুঁড়ি ঝুট পল্লীতে আগুনে পুড়ে গেছে দুইটি ঝুটের গোডাউন। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯ টার দিকে মাসুদুর রহমানের ঝুটের একটি গোডাউনে আগুন লাগলে পাশে থাকা তার অপর গোডাউনে আগুন ছড়িয়ে পরে।
খবর পেয়ে আদমজী ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে ৪টি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।