১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ন্যায্যমূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে গুদামজাত করায় মো. রুকু মিয়াকে (৫৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টায় এসব তথ্য নিশ্চিত করেন ইউএনও মো. মতিউর রহমান খান।
এর আগে বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মতিউর রহমান খানের নেতৃত্বে চৌধুরী বাজারে পরিচালিত মোবাইল কোর্টে মো. রুকু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রুকু মিয়া উপজেলার জশকেশরী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
এ সময় গুদামজাত ৩ হাজার ৮৩০ কেজি চাল (৩০ কেজি ওজনের ২৬ বস্তা ও ৫০ কেজি ওজনের ৬১ বস্তা) জব্দ করা হয় এবং জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়।
পরে মো. রুকু মিয়াকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং শিবপাশা ফাঁড়ির একদল পুলিশ সহযোগিতা করে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।