January 19, 2025, 8:23 am
সর্বশেষ:

টিলা কাটায় দু`জনকে তিন লাখ টাকা জরিমানা

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টিলা কাটার দায়ে দু’জনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জফরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। অভিযানকালে ওই এলাকায় টিলার মাটি কাটার প্রমাণ পেয়ে বদরুল ও ইসলাম নামের দুই ব্যক্তির প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করে।

নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন, ‘পাহাড়-টিলা কাটা বন্ধে নিয়মিত আমাদের অভিযান পরিচালনা করা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা