১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি আবাসিক মাদ্রাসার ছাত্রকে রড দিয়ে মারধরের ঘটনায় ওই মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং একজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেন। এজাহারযুক্ত দুই আসামি হলেন মো. রাশেদ ও আবদুর রহিম।
মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন বলেন, ঘটনার পর থেকেই ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষকেরা মাদ্রাসা বন্ধ করে পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোমবার (১৬ নভেম্বর) মারধরের এ ঘটনা ঘটে। উপজেলার তারাবো পৌরসভার ‘হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল’ মাদ্রাসার নির্যাতনের শিকার শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ আনেন অভিযুক্ত শিক্ষকেরা। অভিযুক্ত তিন শিক্ষক ওই শিক্ষার্থীর হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারধর করেন। গতকাল মঙ্গলবার আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।