১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে আনিসুর রহমান (৫০) নামের এক ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার লাউহাটী ইউনিয়নের পাচুরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনিসুর ওই ইউনিয়নের হেড়ন্ডপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে। তিনি লাউহাটী বাজারে ক্লিনিকের ব্যবসা করতেন এবং পল্লী বিদ্যুতের সাবেক এলাকা পরিচালক ছিলেন।
দেলদুয়ার থানার উপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত আটটার সময় আনিসুর বাড়ি থেকে বের হওয়ার পরপরই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ধলেশ্বরী নদীর অদূরে খালের পাড়ে বস্তার ভেতর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
দেলদুয়ার থানার উপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, লাশের গলা কাটা ছিল। ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।