January 19, 2025, 2:23 pm
সর্বশেষ:

মেঘনায় কালেক্টর সহকারী সমিতির কর্মবিরতি

১৮নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা প্রতিনিধি : বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি(বাকাসস) এর ঘোষিত কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে মেঘনা উপজেলায় পূর্ণদিবস কর্মবিরতি চলছে।  বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে কর্মরত(১৬-১১ গ্রেডভুক্ত) কর্মচারীদের
সচিবালয়ের ন‍্যায় পদবী পরিবর্তন /পদন্নতির দাবিতে বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি(বাকাসস) এর ঘোষিত কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে মেঘনা উপজেলায় পূর্ণদিবস কর্মবিরতি চলছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অফিস সুুুপার মো: আব্দুল হামিদ, অফিস সহকারী মুক্তিমানমার্মা, অফিস   সহকারী মোঃ মনিরুল ইসলাম,   সার্ট্টিফিকেট সহকারী, মো:আল  আমিন, সার্ভেয়ার এনামুল কবির, ফটোোকপি অপারেটর এনামু ল হক, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা