January 19, 2025, 2:24 pm
সর্বশেষ:

ব্রাহ্মণবাড়িয়ায় মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ১৩৯ জনকে জরিমানা

১৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া মাস্ক ব্যতিত বাহিরে ঘোরাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ও পূর্বে ব‍্যবহৃত চিকিৎসা সরঞ্জামাদি ব‍্যবহার করা এবং মেয়াদোত্তীর্ণ, মাত্রাতিরিক্ত মূল্যে ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব‍্য বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯ জনকে ৫২ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রধান করা হয়।

বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান তার ‘ডিসি ব্রাহ্মণবাড়িয়া’ ফেইসবুক পেইজের মাধ্যমে জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার সকল উপজেলায় মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ও পূর্বে ব‍্যবহৃত চিকিৎসা সরঞ্জামাদি ব‍্যবহার করা এবং মেয়াদোত্তীর্ণ, মাত্রাতিরিক্ত মূল্যে ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব‍্য বিক্রয় প্রভৃতি নানাবিধ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯ জন ব্যক্তিকে সর্বমোট ৫২ হাজার ৩৫০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা