January 19, 2025, 2:16 pm
সর্বশেষ:

পাখি শিকারীদের সহায়তা করায় যুবকের কারাদণ্ড

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে পাখি শিকারীদের পালিয়ে যেতে সহায়তা করায় হিরণ মিয়া (৪০) নামে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মতিউর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত হিরণ মিয়া আজমিরীগঞ্জ পশ্চিমভাগ গ্রামের তমজিদ আলীর ছেলে।

ইউএনও জানান, শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত পাখি শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি ক্রেতা সেজে আজমিরীগঞ্জ-বানিয়াচং সীমান্তের বনগজ নামক এলাকায় পাখিসহ শিকারীদের ধরতে যান।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে হিরণ মিয়া পাখি শিকারীদের পালিয়ে যেতে সহায়তা করেন এবং সরকারি কাজে ইচ্ছাকৃতভাবে বাধা দেন। এজন‌্য হিরণ মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে পাখি ধরার ফাঁদ ধ্বংস করা হয় এবং জব্দ করা পাখি খোলা আকাশে ছেড়ে দেওয়া হয় বলেও জানান ইউএনও।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা