২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
লক্ষ্মীপুরের কমলনগরে মাস্ক ব্যবহার না করার দায়ে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা সদর হাজিরহাট বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ১০ জনকে সর্বমোট এক হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মানুষকে সচেতন করার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাস্ক পরা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।