July 9, 2025, 11:04 pm
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

ফতুল্লায় সিগারেটের আগুনে স্বামীর মৃত্যু, স্ত্রী-মেয়ে দগ্ধ

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সিগারেট থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দীপায়ন সরকার (৩৫) নাম এক ব্যক্তি মারা গেছেন।

অগ্নিকাণ্ডে দগ্ধ তার স্ত্রী পপি সরকার (৩০) ও শিশুকন্যা দিয়া রানী সরকারের (৫) অবস্থা আশঙ্কাজনক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দীপায়ন সরকার নেত্রকোনার খালিয়াপুড়ি থানার ইছাপুর এলাকার রাম গোপাল সরকারের ছেলে।

এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়া বাসায় সিগারেটের আগুন থেকে মশারিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভাড়াটিয়া বাসায় থাকায় একই পরিবারের তিনজন অগ্নিদ্বগ্ধ হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দীপায়ন সরকার সপরিবারে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়া বাসায় একটি রুমে বসবাস করতেন। শুক্রবার রাতে দীপায়ন ঘরের ভেতরে শুয়ে সিগারেট ধরানোর পর ঘুমিয়ে পড়েন। সেই সিগারেটের আগুন থেকে প্রথমে বালিশে ছড়ায়। পরে মশারিতে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন।

তিনি আরও বলেন, তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে দীপায়ন সরকার মারা যান। আর পপি সরকার ও তার শিশুকন্যা দিয়া রানীর অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা