January 19, 2025, 2:05 pm
সর্বশেষ:

জমজ দুই বোনকে ধর্ষণ করলো আপন মামাতো ভাই

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মুগদায় ১১ বছর বয়সী স্কুলছাত্রী জমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাদের মামাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. ফরহাদ (২৩) পলাতক রয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে।

রোববার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুগদা থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য জমজ দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসে।

মুগদা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) এনামুল করিম জানান, রোববার দুপুরে শিশু দুটির পরিবার থানায় গিয়ে অভিযোগ দেয়। এরপর অভিযোগটি মামলা আকারে নেয়া হয়। পরে শিশু দুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়।

মামলার এজহারের বিবরণ থেকে তিনি জানান, শিশু দুটির পরিবার মুগদা এলাকায় থাকে। তাদের বাবা মৃত আর মা গৃহিণী। ১১ বছরের জমজ দুই বোন স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। বুধবার বিকেলে মামাতো ভাই ফরহাদ কৌশলে তাদের দুজনকে ডেকে একই এলাকায় ফরহাদের তৃতীয় তলার বাসায় নিয়ে যায়। এরপর সেখানে তাদের দুজনকে ভয়ভীতি দেখিয়ে ও আটকে রেখে মুখে গামছা গুজে দিয়ে প্রথমে একজনকে ধর্ষণ করে। পরে আরেকজনেও একইভাবে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য তাদেরকে আরো ভয় দেখায়। পরে দুইবোন বাসায় গিয়ে তার মায়ের কাছে সব বলে দেয়। এরপর ফরহাদের পরিবার পারিবারিকভাবে ঘটনাটির সমাধান করে দিতে চায়। এর জন্য দুইদিন তারা কাউকে অভিযোগ করেনি। পরশুদিন ফরহাদ ও তার পরিবার পলাতক হওয়ার পর তারা মামলার সিন্ধান্ত নেয়। সেই অনুযায়ী রবিবার দুপুরে থানায় গিয়ে মামলা দায়ের করেন।

এসআই আরো জানান, মামলা দায়েরের পর তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযুক্ত ফরহাদকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। হাসপাতাল থেকে প্রতিবেদন পেলে ঘটনাটি আরো পরিষ্কার হবে।

ভুক্তভোগীদের স্বজনরা জানান, তারা পাশাপাশি এলাকায় থাকেন। ঘটনাটি বুধবারই শিশু দুটির কাছ থেকে শুনতে পারেন তারা। তবে মামলা না করতে ফরহাদের বাবা তাদেরকে বিভিন্নভাবে বোঝায় এবং ভয়ভীতি দেখায়। শিশুদুটি বড় হলে একজনকে ফরহাদের বউ হিসেবে তুলে নিবে বলে আশ্বস্ত করতে চায়। তাতেও শিশু দুটির মা রাজি না হওয়ায় শুক্রবার ফরহাদ ও তার পরিবার বাসা থেকে পালিয়েছে। এরপরই তারা সিদ্ধান্ত নিয়ে থানায় গিয়ে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা