January 19, 2025, 5:07 pm
সর্বশেষ:

সাবেক ফুটবলার বাদল রায় আর নেই

২২ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি বাদল রায় মারা গেছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ঠ বন্ধু।
কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি হন। এরপর কিডনি জটিলতা দেখা দিলে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার লিভার ক্যান্সার ধরা পড়ে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।
এর আগে গত ১৩ আগস্ট করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। করোনাকে জয় করলেও ক্যান্সারকে জয় করা হলো না তার।
বাদল রায় জাতীয় দলের হয়ে খেলেন ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত। ১৯৭৭ থেকে ১৯৮৯ পর্যন্ত খেলেন মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে। জেতেন পাঁচটি লিগ শিরোপা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা