January 19, 2025, 7:49 pm
সর্বশেষ:

ঝিনাইদহে গাঁজার গাছসহ ছাত্রলীগ নেতা আটক

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে গাঁজার গাছসহ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহরাব বাপ্পিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। রোববার (২২ নভেম্বর) দুপুরে জেলা শহরের চাকলাপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দুপুরে শহরের চাকলাপাড়া থেকে মেহরাব বাপ্পি নামে এক যুবকের বাসা থেকে তিনটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম উপস্থিত ছিলেন। আটককৃত গাঁজার গাছসহ ওই যুবককে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম বলেন, রোববার দুপুরে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছসহ মেহরাব বাপ্পি নামে এক যুবকককে আটক করেছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা