২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের একটি রিসোর্ট থেকে নারীসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় পর্যটন বিলাস নামক রিসোর্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জমেল মিয়া (১৯), মিনহাজ মিয়া (১৭), ছামাদ মিয়া (২৮), মোস্তফা মিয়া (২১), সাইফুল ইসলাম ২২)।
শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। রির্সোট থেকে জুয়া খেলার সরমঞ্জাম ও ইয়াবা সেবনের সামগ্রীও উদ্ধার করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।