২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বগুড়া প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে ছাগল নিয়ে বিরোধের জেরে খুরশিদা খাতুন (৩০) নামের ৯ মাসের এক অন্তঃসত্ত্বাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই অন্তঃসত্ত্বাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় খুরশিদার মা মনোয়ারা বেগম থানায় অভিযোগ দায়ের করলে সোমবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযোগে জানা যায়, উপজেলার কদমা দক্ষিণ গণিপুরে মনোয়ারা বেগমের মেয়ে খুরশিদা খাতুন গত শুক্রবার দুপুরে তার বসতবাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গায় ছাগল বেঁধে রাখে। কদমার কাইছের আলীর ছেলে ইউনুছ আলী (৪৫) বেঁধে রাখা ওই ছাগল তার অন্যসব ছাগলের সাথে টেনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় খুরশিদা বাধা দিলে ইউনুছ আলী ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে। এতে তার রক্তক্ষরণ শুরু হয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।