২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশে এক মসজিদে নামাজের সময় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এসময় অন্তত ৫ মুসল্লিকে হত্যা এবং আরো ৪০ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। খবর: আনাদলু এজেন্সির।
রোববার (২৩ নভেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানায়। অপহৃত মুসল্লিদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের এক মসজিদে মুসল্লিরা শুক্রবারের নামাজ আদায়ে জমায়েত হলে প্রায় একশ’ জন ‘গরু চোর’ মোটরসাইকেলে করে মুসল্লিদের ওপর গুলি ছোড়ে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।