২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বাদলের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গাইবান্ধা থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত চেয়ারম্যানকে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গ্রেপ্তার করেছে।
এর আগে ২০১৬ সালেও এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তার বিরুদ্ধে একটি মামলা হয়। ধর্ষণের শিকার নারীটি লক্ষীপুরের বামুনীপাড়ার বাসিন্দা।
গৃহবধূ জানান, তিনি ন্যাশনাল সার্ভিসে চাকরি করতেন। গত ৩ নভেম্বর তিনি প্রত্যয়নপত্র নেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে যান। কার্যালয়ে কেউ না থাকার সুযোগে চেয়ারম্যান তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন। এরপর থেকে ওই ভিডিও দেখিয়ে ব্লাক মেইলিং করে চেয়াম্যান তাকে ধর্ষণ করতে থাকেন। গত ১১ নভেম্বর গৃহবধূর আপত্তি স্বত্বেও বাড়িতে জোর করে আবারও ধর্ষণ করলে তিনি বিষয়টি তার স্বামীকে জানান। এরপর চেয়ারম্যানের অব্যাহত নির্যাতনের মুখে তিনি আজ রাতে মামলা করেন।
ধর্ষণের শিকার নারীকে সদর থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত মজিবর রহমান মামলা ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ মঙ্গলবার মামলা করার পর তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।