২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ফরিদুল ইসলাম নামের এক বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে নকলা থানার এসআই রাজীব ভৌমিক ও এএসআই রতন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফরিদুল নকলা পৌরসভার কলাপাড়া গ্রামের মৃত. নছর আলীর পুত্র।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যত্যা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম স্যারের নির্দেশনায় পৃথক ২ মামলায় ১ বছর করে সাঁজাপ্রাপ্ত এবং সিআর ১টি মূলতবী পরোয়ানাসহ মোট ২সাঁজা ও ০১টি সিআর পরোয়ানার আসামী ফরিদুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে শেরপুর বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃত ফরিদুলকে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।