January 19, 2025, 10:01 pm
সর্বশেষ:

স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ মামলায় মারুফুল ইসলাম (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পৌনে ৩টার দিকে জেলা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১’র বিচারক কাজী মুরাদে মওলা এ আদেশ দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মারুফুল সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিউকিটর (এপিপি) মহিবুল হক সরকার মোহন জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানা করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাঙ্গাহীর হোসেন জানান, এ মামলায় মারুফুল হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। রায়ের দিন দুপুরে আদালতে হাজির হলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

জানা যায়, ২০১৩ সালের ২ জানুয়ারি গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের গেটের সামন থেকে নবম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করেন মারুফুল। পরে ওই শিক্ষার্থীকে টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ে ঘরে আটকে একাধিকবার ধর্ষণ করেন।

এ ঘটনার ওই ছাত্রীর বাবা বাদি সদর থানায় হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ মির্জাপুরে অভিযান চালিয়ে মারুফুলকে গ্রেফতার ও নির্যাতিত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা