২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকা থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার আম বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশিত করেছেন।
ওসি জানান, ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। তবে তিনি যাত্রী নাকি অটোচালক তা বুঝা যাচ্ছে না।
মরদেহ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।