২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় ৩৪টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। রাত সাড়ে এগারোটা দিকে ওই এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মূহুর্তের মধ্যে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এটি একটি বসত বাড়ি। এখানে গার্মেন্টস শ্রমিকরা বসবাস করে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি ও কোন হতাহতের ঘটনাও ঘটেনি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।