২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু সাব্বির হোসেনকে (১৬ মাস) উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই’র এসআই মো. রায়হান। এ ঘটনায় শিশুর ক্রেতা আনোয়ার হোসেন রতনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২৩ নভেম্বর শাহজাদপুর উপজেলার কাশীপুর গর্জনা গ্রামের সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে সোনিয়ার শ্বশুর মো. শাহিন ও সাইদ শিশু সাব্বিরকে নিয়ে একই উপজেলার ভাটপাড়া জামিরতা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে আতোয়ার হোসেন রতনের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে দেয়।
এসআই মো. রায়হান বলেন, মা সোনিয়া খাতুনের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতনের বাড়ি থেকে সাব্বিরকে উদ্ধার করা হয়। পরে সোনিয়া খাতুনে কাছে বাচ্চাকে ফিরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।