January 20, 2025, 11:29 am
সর্বশেষ:

মেঘনায় গোয়াল ঘরের তালা কেটে দুটি বাছুর সহ দুই গাভী চুরি!

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক, মেঘনা : কুমিল্লার মেঘনা উপজেলায়  গোয়াল ঘরের তালা কেটে   দুটি বাছুর, দুটি গাভী সহ ৪ টি গরু চুরির খবর পাওয়া গেছে। ঘটনা টি শুক্রবার  রাত অনুমান আড়াইটার   দিকে ঘটে। উপজেলার রামনগর ছোয়ানী গ্রামের (ফায়ার সার্ভিসের পিছনে চকের বাড়ি) গিয়াস উদ্দিনের ছেলে দুলাল মিয়ার  শেষ সম্বল ৪ টি গরু চুরি হয়। দুলাল মিয়া এই প্রতিবেদককে মুঠোফোনে কান্না জড়িত    কন্ঠে জানান আমার বসত ঘরের বাহিরের ছিগল লাগিয়ে পাশেই ঘোয়াল ঘরে রাখা দুটি গাভী ও দুটি ৮ মাসের বাছুর গুলো তালা কেটে কে বা কারা নিয়ে যায়। সজাগ পেয়ে পায়ের চিহ্ন দেখে দেখে ভাটের চর – উপজেলা সড়কের আশি  মিটার ব্রিজ  পর্যন্ত যাই মনে হয় সেখান থেকে গাড়িতে করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে দুলাল মিয়া বলেন না কোন অভিযোগ জানাই নি। এদিকে এ বিষয়ে মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমরা এ বিষয়ে কিছুই জানিনা, কেউ অভিযোগ বা অবহিত করেনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা