২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আটকে দিতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু তার মামলা যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে খারিজ হয়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে মামলাটি খারিজ করে দেন আপিল আদালত।
রাজ্য সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে জানিয়েছে, ট্রাম্পের প্রচারণা শিবির থেকে ভোট জালিয়াতির যে অভিযোগ করা হয়েছে সে বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি।
পেনসিলভানিয়ার লাখ লাখ মেইল-ইন ভোটকে বাতিল ঘোষণা করতে ট্রাম্পের প্রচারণা শিবির রাজ্যটির একটি নিম্ন আদালতে মামলা করেছিল। কিন্তু আদালত শুক্রবার ওই মামলা খারিজ করে দেয়। পরে এই মামলা আমলে নিতে থার্ড সার্কিট কোর্ট অব আপিলে আবেদন জানিয়ে সেখানেও ব্যর্থ ট্রাম্প শিবির। এ রায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আরো বড় একটি আঘাত বলে মনে করা হচ্ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, যদি ইলেক্ট্রোরাল কলেজ জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাহলে তিনি হোয়াইট হাউস ছেড়ে দেবেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।