January 20, 2025, 11:16 am
সর্বশেষ:

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক চাপায় সোহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের পার-জামিরতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে।

জানা যায়, সকালে সোহান রাস্তার পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিলো। এ সময় রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি সোহানকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে নেওয়ার পথে সোহান মারা য়ায়।

উত্তেজিত জনতা ট্রাকসহ ড্রাইভার জেলহক হোসেন ও হেলপার ইমরান হোসেন ও আলামিন হোসেনকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রুবেল হোসেন জানান, আটককৃত গাড়ির ড্রাইভার হেলপার ও ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা