৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ।
এর আগে রোববার (২৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে দুটি পিস্তল, ছুরি, ওয়াকিটকি, নগদ অর্থ, মাদক ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- ঢাকার সাভার এলাকার আরিফুল ইসলাম, নেয়াখালী জেলার কালামিয়ার গ্রামের খোকন মিয়া ওরফে জামাল মিয়া ও রাজবাড়ী সদরের কোলারহাট এলাকার হারুন ওরফে বাবু মিয়া।
ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, আটককৃতরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে সুযোগ বুঝে লোকজনকে জিম্মি করে, আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে অর্থ, স্বর্ণলংকারসহ মানুষের সম্পদ ছিনিয়ে নিত।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।