November 25, 2024, 6:42 pm

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহতের আহ্বান

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘যেসব উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি জাতির পিতার ভাস্কর্য অপসারণের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, তাদের প্রতিহত করতে সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু এ দেশের মানুষের চেতনায় দীপশিখা হয়ে থাকবেন।’

সোমবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

তিনি বলেন, ‘দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখন যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নৈরাজ্যের পথ বেছে নিয়েছে, সেই অপশক্তির মুখোশ উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে।’

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আরও বক্তব‌্য রাখেন—ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, অ‌্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, লায়ন গণি মিয়া বাবুল, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা