January 20, 2025, 1:46 pm
সর্বশেষ:

ম্যারাডোনার মৃত্যুতে ভাত না খেয়ে ৭ দিনের শোক ভক্তের

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নাটোর প্রতিনিধি:

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত‌্যুতে সাত দিন ভাত না খেয়ে শোক পালন করেছেন নাটোরের বাগাতিপাড়ার এক ভক্ত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে ম্যারাডোনার আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে শোক পালনের কর্মসূচি শেষ করেছেন ভক্ত রুহুল আমিন সরকার বাবু।

প্রিয় ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখে গত বুধবার (২৫ নভেম্বর) থেকে সাত দিনের শোক পালন করে আসছিলেন তিনি।

বাগাতিপাড়ার সমাজ সেবক ফজলুল হক বলেন, ‘উপজেলার বিহারকোল বাজারের ভাই-বন্ধু মুদি দোকানের স্বত্বাধিকারী বাবু। শোক প্রকাশের জন‌্য তিনি কালো ব্যাজ ধারণ করে রয়েছেন। তার দোকানে প্রিয় ফুটবলারে মৃত্যুতে সাত দিনের শোক পালনের ব্যানার, কালো পতাকা উত্তোলন এবং আর্জেন্টিনার পতাকা উত্তোলন করে রেখেছেন। একই সঙ্গে সবার ওপরে বাংলাদেশের জাতীয় পতাকাও উত্তোলন করে রেখেছেন।’

রুহুল আমিন সরকার বাবু জানান, আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে তিনি সাত দিন শোক পালনের সিদ্ধান্ত নেন। গত সাতদিন ধরে তিনি ভাত, মাছ ও মাংস খাওয়া বন্ধ রেখেছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা