১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ৭৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১ ডিসেম্বর ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে ৫৩ হাজার ৬ পিস ইয়াবা, ৯ গ্রাম হেরোইন, ৮ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, ৫৬ বোতল বিদেশি মদ, ৪৯২ ক্যান বিয়ার ও ৩৫ লিটার অ্যালকোহল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।