২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, খুলনা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় স্কুলছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইব্রাহিম ইসলাম ওরপে ছালেক (২৮) নামে এক ভাটা শ্রমিককে আটক করেছে পুলিশ।
বুধবার (২ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইব্রাহীম উপজেলার খড়িয়া মিনহাজ চকের শাহিনুর রহমানের ছেলে।
জানা গেছে, ইব্রাহীম খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীর ছবি নগ্নভাবে এডিট করে ‘তোমাকে চাই’ নামক একটি ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে আটক ইব্রাহীমকে আসামি করে থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।