২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
করোনার টিকা নিয়ে সতর্কতা জারি করেছে ইন্টারপোল। বুধবার সংস্থাটি জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্র মুনাফা হাসিলের জন্য করোনার ভুয়া টিকা বাজারে বিক্রি করতে পারে।
ইন্টারপোল জানিয়েছে, তারা সদস্য ১৯৪টি দেশে বৈশ্বিক সতর্কবার্তা পাঠিয়েছে। এতে দোকানে ও অনলাইনে করোনার ভুয়া টিকা বিক্রির সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে।
সংস্থার মহাসচিব জারগেন স্টক বলেছেন, ‘সরকারগুলো যখন টিকা আনার প্রস্তুতি নিচ্ছে, সংঘবদ্ধ অপরাধীরা সরবরাহ ব্যবস্থায় হানা বা বাঁধা দেওয়ার পরিকল্পনা করছে। অপরাধী চক্র ভুয়া ওয়েবসাইট ও সুস্থতার মিথ্যা সংবাদ ছড়াতে সন্দেহ করা যায় না এমন মানুষদের টার্গেট করতে পারে, যেটি তাদের স্বাস্থ্যের জন্য এমনকি প্রাণের ওপরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ।’
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।