September 13, 2025, 10:17 pm

নকল প্রসাধনী তৈরির দায়ে ৩ জনকে কারাদণ্ড

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকার একটি বাসায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেত্বতৃ এ অভিযান চালানো হয়।

এ সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার করা হয়। এছাড়া তিন শ্রমিকে ১৫ দিন করে বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ইমন (২২), মো. জাকির (২০) ও মো. আজাহার (২৩)।  তাদের জেল হাজতে প্রেরণের জন্য চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা