৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রাম ও সকালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাকুড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মৃত কার্ত্তিক ঠিকাদারের ছেলে টিপু ঠিকাদার (২৮) ও মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভাকুড়ি গ্রামের মুক্তা আক্তার (৩৫)।
কাশিয়ানী থানার এস আই আলমগীর কবির জানান, চুরি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি টিপু সিকদার নিজ বাড়িতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ওড়াকান্দি গ্রামে অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর মিয়া জানান, প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মুক্তা আক্তার ভাকুড়ি গ্রামে অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একটি প্রতারণা মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে সে পলাতক ছিল।
বৃহস্পতিবার গ্রেপ্তার দুই জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।