January 20, 2025, 10:24 pm
সর্বশেষ:

নকলা পৌরসভার মেয়র পদে ৯জন প্রার্থীর নাম কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে ৯ জনের নাম ক্রমানুসারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় প্রতীক চেয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ: রশিদ সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা উম্মে কুলসুম রেনু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনির হোসেন, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, নকলা পৌরসভা নির্বাচনে ৯জন দলীয় প্রতীকের মনোনয়ন চেয়ে প্রার্থী হন। আমরা সর্বসম্মতিক্রমে দলীয় পদবী ক্রমানুুসারে তাদের নামের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা