January 20, 2025, 10:27 pm
সর্বশেষ:

৩৬৮ বোতল অ্যালকোহলসহ হোমিও চিকিৎসক আটক

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৩৬৮ বোতল নিষিদ্ধ অ্যালকোহলসহ কাজী ইমাম আজম (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছেন র‍্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর র‍্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ।

আটক হোমিও চিকিৎসক কাজী ইমাম আজম শহরের ২নং বেড়াডাঙ্গার মৃত আমজাদ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কাজী হোমিও ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩৬৮ বোতল নিষিদ্ধ অ্যালকোহল জাতীয় হোমিও ওষুধ জব্দ করা হয় ও কাজী ইমাম আজমকে আটক করে র‍্যাব। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ফরিদপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা