January 21, 2025, 1:28 am
সর্বশেষ:

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কুষ্টিয়া সংবাদদাতা:

কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের এনএস রোডে পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত ওই কার্যালয়ে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিএনপি কার্যালয়ে ভাংচুর চালানো হলো। তবে দুটি ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ বলেন, ‘দুপুরে কার্যালয়ে একটি মিটিং ছিল। তারপর সবাই বাড়ি চলে যাই। অফিসে একজন পিয়ন ছিল। বিকেলে শুনলাম অফিসে কে বা কারা ভাংচুর চালিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘আমি বাইরে আছি। এ ব্যাপারে কিছুই জানি না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা